প্রিয় বন্ধুগন
আপনরা ভাবছেন এ আবার কে যে গ্যারান্টি দিচ্ছে , আমার নাম মঙ্গল জাটী, আমার বাড়ি কলকাতা পশ্চিমবঙ্গ। আমার ইউটিউব চ্যানেল এর নাম Online Tathya
আজ থেকে ৫ বছর আগে ইউটিউবে ভিডিও দেখা শুরু করি হঠাৎ একটা ভিডিও তে জানলাম যারা ইউটিউবে ভিডিও বানাই তাদের ইউটিউবার বলে তো আমার ও সেই মুহূর্তে খুব ইউটিউবার হওয়ার ইচ্ছে হলো।
কিভাবে শিখবো বুজে উঠতে পারছিলাম না ! অনেক খোঁজা খুঁজি করি এমন কে আছে যে বাংলা ভাষায় ইউটিউব শেখায়! অনেক খোঁজাখুঁজির পরও কাউকে পেলাম না যে বাংলাতে ইউটিউব শেখাবে, কোথা থেকে শুরু করবো বুজে উঠতে পারছিলাম না।
যেহেতু শেখানোর মতো কাউকে পেলাম না তাই অনলাইনে রিসার্চ করা শুরু করি এবং এদিক ওদিক থেকে শেখা শুরু করি।
সঠিক রাস্তা না জানার ফলে এদিক ওদিক থেকে শেখার ফলে অনেক অনেক ভুল করেছি , অনেক অনেক রকম এক্সপ্রিমেন্ট ও করেছি এবং কিছু সিক্রেট ফর্মুলা বা স্ট্রাটেজি বের করেছি এবং বুঝতে পারি একজন গাইডেন্স থাকা কতটা জরুরি।
ভুল করতে করতে আমি অনেক সময় নিয়ে ইউটিউব শিখেছি এবং একজন নতুন ইউটিউব ক্রিয়েটর কোন জায়গায় ভুল করে সেটার অভিজ্ঞতা অর্জন করে নিয়েছি এই 4 বছর 7 মাসে।
আমি আস্তে আস্তে জানতে পারি ইউটিউব থেকে কিভাবে এবং কতরকম ভাবে ইনকাম করা যায়। উদাহরণ স্বরূপ একটা ব্র্যান্ড ভিডিও প্রোমোট করার জন্য মিনিমাম ৩০০০ টাকা চার্জ করতাম এবং তারা রাজিও হয়ে যেত। একটা ভিডিও বানাতে ২ থেকে ৪ ঘন্টা লাগতো।
এর পর অনেকে আছে যারা আমার সাথে যোগাযোগ করে এবং তাদের চ্যানেল সেটআপ করে দিতে বলে এবং তাদের চ্যানেল এর দায়িত্ব দেয় সেটা ম্যানেজ করার জন্য তাই এখন আমি সার্ভিস দেওয়ার পাশাপাশি ইউটিউব যারা শিখতে চাই তাদের কেও ইউটিউব শেখানোও শুরু করি।
যে গুলো আপনাদের সাথে কিছু সেয়ার করতে চাই ফ্রী তে — বাঙালি হয়ে বাঙালিদের জন্য। কারন আমরা অনেক পিছিয়ে ডিজিটালি। বাংলাদেশ আমাদের থেকে অনেক এগিয়ে। যাতে আমরাও একটু এগিয়ে যেতে পারি তার জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টা। আশা করব আপনি আমাদের সাথে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য।
এবার বাংলা শুধু বদলাবে না পুরো পাল্টে যাবে, কারন আমরা একসাথে মিলে পাল্টাব।
যদি আপনার কোন সমস্যা হয় , দয়া করে কল করুন –7980123386