Hi,
আমি মঙ্গল জাটি, আমার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের ঠাকুরপুকুরে, আমার অনলাইন জার্নি শুরু হয় আজ থেকে 4 বছর আগে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে, আমার ইউটিউব চ্যানেল এর নাম Online Tathya কিন্তু এই 4 বছরে অনেক অনেক কিছু ভুল করতে করতে শিখেছি। তাই এখন বুক ফুলিয়ে বলতে পারি যে, এখন যেটা করছি বা আর যা যা করতে চলেছি সেখানে আমি আমার সাকসেস পাচ্ছি আমাকে শেখানো আমার সকল গুরুদেব দের কৃপায়।
আমি ইউটিউব এর পাশাপাশি ও ফ্রীলান্সিং শুরু করি এবং আমি সাকসেস পাওয়া শুরু করি। আমি এই কয়েক মাসে আমি যে টাকা ইনকাম করেছি তা আমি কোনদিন ভাবি নি যে এটা আমি করতে পারবো।
zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
I provide attractive & functional websites using the latest tool to make your website a professional look.
Build attractive Graphics and showcase your business. Graphics that presents the company brand professionally to the clients.
zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
পড়াশুনায় খুব একটা ভালো ছিলাম না। 2014 সালে আমি মাধ্যমিক পাস করি। 2016 সালে উচ্চমাধ্যমিক পাস করি। উচ্চমাধমিক পাস করার পর টেকনোলজি ছোট থেকেই ভালো লাগতো তাই বেসিক কম্পিউটার শিখে নিই, ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করবো গাইডেন্স এবং মধ্যবিত্ত ঘরের ছেলে হওয়ায় সেটা সম্ভব হয়নি, তাই Bachelor of arts নিয়ে কলেজ ভর্তি হয়। এবং ছোট ছোট বাচ্চাদের পোড়ানো শুরু করি,
আমার ফেলিওর স্টোরি ( 2016 to 2021 )
2016 সালে কলেজ এ ভর্তি হওয়ার পাশাপাশি, যেহেতু মধ্যবিত্ত ঘরের ছেলে তখন মাথায় ছিল চাকরি আর চাকরি তাই আমি বাড়ির কাছেই একটা মেডিসিন ডিপার্মেন্ট এ কম্পিউটার এ ডাটা এন্ট্রি করার চাকরি পাই, এবং কাজ করতে করতে পড়াশোনাটা আর চালিয়ে যেতে পারিনি।
এবং দুবছর করার পর কিছু সম্যসার কারনে ছেড়ে দেয় এবং একজন ডাক্তার বাবুর কাছে বেশ কিছু দিন কম্পউন্ডার এর কাজ করি, তার পর বাড়ির ২০০ মিটার এর মধ্যে একটা কোম্পানি তে চাকরি তে জয়েন করি সেটাও ছেড়ে দিয়, এই ভাবেই মেডিক্যালে প্রফেশন এ চার বছর কাটাই। একজন অভিজ্ঞ ব্যাবসায়ীর কাছ থেকে ব্যাবসার অনেক টেকনিক এবং একজন ভালো ডাক্তারবাবুর কাছ থেকে অনেক অনেক কিছু শিখি যেটা লিখে বোঝানো সম্ভব না।
এর পর শুরু হয় আসল খেলা ….
2018 সালের ফেব্রুয়ারি মাসে আমি ইউটিউবে একটা চ্যানেল বানাই যার নাম অনলাইন তথ্য এবং কিছু দিন পর থেকে ভিডিও দিতে শুরু করি চ্যানেলর ভিউস ও আসা শুরু হলো এবং সাবস্ক্রাইব ও বাড়া শুরু হলো এবং যেই চ্যানেল দিয়ে শুরু করেছিলাম শেখার জন্য সেই চ্যানেলেই মনিটাইজ পেয়ে যায় এবং আর্নিং ও হওয়া শুরু হয়ে গেলো।
তার সাথে সাথে অনেক কোম্পানি ও ব্র্যান্ড প্রমোশন এর জন্য যোগাযোগ করে আমাকে ভিডিও বানাতে বলে সেই ভিডিও বানানোর জন্য ভালো অফার ও করতো এবং আমি ভিডিও বানাই এবং আমি আস্তে আস্তে জানতে পারি ইউটিউব থেকে কিভাবে এবং কতরকম ভাবে ইনকাম করা যায়। উদাহরণ স্বরূপ একটা ব্র্যান্ড ভিডিও প্রোমোট করার জন্য মিনিমাম ৩০০০ থেকে ৭০০০ হাজার টাকা চার্জ করতাম এবং তারাও রাজিও হয়ে যেত। একটা ভিডিও বানাতে ২ ঘন্টা লাগতো।
তারপর 05/11/2020 তে আমি ইউটিউব চ্যানেলের নামেই ওয়েবসাইট লঞ্চ করি যার নাম onlinetathya.com সেই ব্লগিং থেকেও ভালো পরিমান আর্নিং আসতো। এর পর অনলাইনের সিক্রেট কিছু স্কিল শিখে নিই এখন আমার মধ্যে অনেক স্কিল রয়েছে।
আমার সাকসেস স্টোরি ( Till Date )
এত কিছু হওয়ার পর আমি অন্যদের শেখানো শুরু করি এবং আমার ইউটউব চ্যানেলে আবার নিয়মিত ভিডিও দেওয়া শুরু করি। এর পর আমি প্রজেক্ট পাওয়া শুরু করি, আমি প্রথমে একটা প্রজেক্ট আমাকে বিশ্বাস করে দেয় CA. Supriyo Datta etaxadvisors.in.. এটা শেষ না হতে হতে পাই আরও একটা প্রজেক্ট আর অন্য গুলো বলা যাবে না। এখন কাজ করছি আরো একটা বড় প্রজেক্টে যেগুলো সিক্রেট এখন বলা যাবেনা।
তাই এরপর ভাবলাম প্রজেক্টে কাজ করার পাশাপাশি এবার অন্যদের ও শেখানো শুরু করা যাক।
hellomangaljati@gmail.com
+91 7980123386
Thakurpukur, South 24 Pgs.
+91 7998742824