আপনি যদি এমন কেউ হন যে অনেক দিন ধরে ভাবছেন ভিডিও এডিটিং শিখবেন কিন্তু সঠিক গাইডেন্স পাচ্ছেন না

এবার আপনি নিজেই খুব সহজে ফ্রী তে ভিডিও এডিটিং শিখে … ভিডিও এডিটিং এর মাস্টার হয়ে উঠবেন। ...... গ্যারান্টি

দয়া করে নোট করুন - এটা কোন একদিনের ক্লাস নয়, টানা ৫ দিন ধরে ক্লাস চলবে সম্পূর্ণ নিজের মাতৃভাষা বাংলা ভাষায়। এটা একদম ফ্রী

প্রিয় বন্ধুগন

আপনরা ভাবছেন এ আবার কে যে গ্যারান্টি দিচ্ছে, আমার নাম জিশান, আমার বাড়ি বনগাঁ পশ্চিমবঙ্গ। আমি Bong Polapan ইউটিউব চ্যানেল এর ভিডিও এডিটর 

আজ থেকে ৫ বছর আগে ইউটিউবে  শর্ট ফ্লিম ভিডিও দেখা শুরু করি এবং আমার শর্ট ফ্লিম এর ভিডিওর এডিটিং খুব ভালো লেগে যাই এবং সেখান থেকেই আমি ভিডিও এডিটিং শেখার জার্নি শুরু হয়। 

যেহেতু শেখানোর মতো কাউকে পেলাম না তাই অনলাইনে রিসার্চ করা শুরু করি এবং এদিক ওদিক থেকে শেখা শুরু করি।

সঠিক রাস্তা না জানার ফলে এদিক ওদিক থেকে শেখার ফলে অনেক অনেক ভুল করেছি , অনেক অনেক রকম এক্সপ্রিমেন্ট ও করেছি এবং কিছু  সিক্রেট ফর্মুলা বা স্ট্রাটেজি বের করেছি এবং বুঝতে পারি একজন গাইডেন্স থাকা কতটা জরুরি।

ভুল করতে করতে আমি অনেক সময় নিয়ে ভিডিও এডিটিং শিখেছি এবং একজন নতুন ভিডিও এডিটর  কোন জায়গায় ভুল করে সেটার অভিজ্ঞতা অর্জন করে নিয়েছি এই 4 বছর 7 মাসে।

আমি আস্তে আস্তে জানতে পারি ভিডিও এডিটিং  থেকে কিভাবে এবং কতরকম ভাবে ইনকাম করা যায়। উদাহরণ স্বরূপ একটা  ভিডিও এডিট করার জন্য মিনিমাম ৩০০০ টাকা চার্জ করতাম এবং তারা রাজিও হয়ে যেত। একটা ভিডিও বানাতে ২ থেকে ৫ ঘন্টা লাগতো।

এর পর অনেকে আছে যারা আমার সাথে যোগাযোগ করে এবং তাদের ভিডিও এডিটিং  করে দিতে বলে এবং তাদের চ্যানেল এর ভিডিও এডিটিং  দায়িত্ব দেয় সেটা ম্যানেজ করার জন্য তাই এখন আমি সার্ভিস দেওয়ার পাশাপাশি ভিডিও এডিটিং যারা শিখতে চাই তাদের কেও  ভিডিও এডিটিং শেখানোও শুরু করি।

যে গুলো আপনাদের সাথে কিছু  সেয়ার করতে চাই ফ্রী তে — বাঙালি হয়ে বাঙালিদের জন্য।  কারন আমরা অনেক পিছিয়ে ডিজিটালি। বাংলাদেশ আমাদের থেকে অনেক এগিয়ে। যাতে আমরাও একটু এগিয়ে যেতে পারি তার জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টা। আশা করব আপনি আমাদের সাথে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য। 

আপনাকে একজন বড় বড়ো ভিডিও এডিটর হতে কেউ আটকাতে পারবে না । জয়েন করুন –

এবার বাংলা শুধু বদলাবে না পুরো পাল্টে যাবে, কারন আমরা একসাথে মিলে পাল্টাব।

শিখবেন একদম ফ্রি তে

যদি আপনার কোন সমস্যা হয় , দয়া করে কল করুন –6295646533

You Are Just One Step Away To Become A Video Editor Master